রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

চারঘাটে ফেন্সিডিলসহ দুই নারী আটক


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২০ ০২:২৮

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ২৩:০৭

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ৫২ বোতল ফেন্সিডিলসহ দুই নারীকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে থানার এ এস আই পাঞ্জাব আলী সঙ্গীয় ফোর্স থানাধীন তালতলা এলাকা থেকে বেলি বেগম (৪২) ও শাহিনা বেগম (৫০) কে আটক করে।

পরে বোরকা পরিহিত বেলি বেগম ও শাহিনা বেগমের শরীরে তল্লাশি চালিয়ে ৫২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেলি বেগম কাটাখালি থানাধীন বেলঘড়িয়া এলাকার রিয়াজ উদ্দীনের স্ত্রী এবং শাহিনা বেগম কাটাখালি থানাধীন বাখরাবাজ এলাকার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

আটক বেলী বেগম ও শাহিনা বেগমের নামে বিভিন্ন থানায় চারটির অধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বেলি বেগম ও শাহিনা বেগমের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top