রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

বাঘায় ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২১ ০১:৪৬

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৩:৫৪

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘায় সাবর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার পলাশী ফতেপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের নবির উদ্দিনের ছেলে সাবর আলী । শুক্রবার সকাল ১০টার দিকে দু’টি বস্তা মধ্যে করে ২০০ বোতল ফেন্সিডিল নিয়ে বাঘা উপজেলার হবিরচর পদ্মানদী থেকে পলাশী ফতেপুর হয়ে লালপুরে দিকে যাচ্ছিল। এ সময় সে পলাশী ফতেপুরে পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ সাবর আলীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ৪ জনকে আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top