রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ০১:২০

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৩:০৪

ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪র্থ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২১ পালিত হয়েছে। আজ শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান। এবারের জাতীয় গ্রন্থাগার দিবস এর প্রতিপাদ্য হলো ‘মুজিব বর্ষের অঙ্গিকার ঘরে ঘরে গ্রন্থাগার’।


পরে গণগ্রন্থাগারের সাধারণ পাঠ কক্ষে ৪র্থ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর সহকারী পরিচালক মো: মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. পার্থ বিপ্লব রয়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, রাজশাহীর বিভাগীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল বশির, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি, রাজশাহীর সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার।

আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের উপর বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজয় দিবস-২০২০ এর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top