রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

চারঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর 


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৬:০৯

নিহত মোটর সাইকেল আরোহী

রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট-বাঘা সড়কের মহিলা রোডের সামনে দুর্ঘটনায় খাইরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার(০৭ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলামের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। সে লালপুর উপজেলার সালামপুর গ্রামের কফির মৃধার ছেলে। চারঘাট ফায়ার স্টেশনের লিডার জহিরুল ইসলাম বাবু বলেন, মহিলা রোডের সামনে দূর্ঘটনা ঘটেছে মর্মে ফোন করে এক ব্যাক্তি জানায়।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাইরুল ইসলামকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত ব্যাক্তি মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। তবে কিভাবে দূর্ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top