রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

চারঘাট পৌর নির্বাচনী: আ’ লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১০

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৪:৩৮

ছবি: সংগৃহীত

চারঘাটে পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কর্মীরা ধানের শীষের পোষ্টার লাগাতে থাকলে তাদের মারপিট করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পরে সকাল ১১ টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এসময় চারঘাট সদরের চার রাস্তার মোড়ে দুপক্ষের সংঘর্ষ হয়।

এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা আল মামুন তুষার, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিন ও বিএনপি কর্মীসহ অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে আছে। সামনে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য তারা তৎপর রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top